Thursday, January 23, 2025
Home > বিনোদন > ২০১৮ মাতাবে তিন খান

২০১৮ মাতাবে তিন খান

বিদায় নিল ২০১৭। ২০১৭’র প্রাপ্তি-অপ্রাপ্তির করিডোর পেরিয়ে এবার ২০১৮ নিয়ে জল্পনা-কল্পনা। নতুন উদ্যমে, নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে চলা। প্রতিটা মানুষ, প্রত্যকটা অঙ্গনে আজ নতুনের কেতন।
গত বছরটা নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে পার করেছে বলিউড। ২০১৮ সালটা কেমন যাবে এখনি বলা মুশকিল। তবে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবর বলছে, ১৮ সাল মাতাতে পারে বলিউডের নামকরা তিন নায়কের ছবি। সালমান খানের রেস থ্রি, শাহরুখ খানের ডন থ্রি এবং আমির খানের ঠগস অফ হিন্দুস্থান।
রেস-থ্রি
২০০৮ সালে রেস সিরিজের প্রথম সিক্যুয়ালটি মুক্তি পায়। যে ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, বিপাশা বসু, অক্ষয় খান্না, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর ও সামিরা রেড্ডি।
তার ঠিক পাঁচ বছর পর জন আব্রাহাম ও দীপিকা পাডুকোনকে নিয়ে ‘রেস’ এর দ্বিতীয় কিস্তি মুক্তি পায়। ‘রেস’ সিরিজের প্রথম দুটি ছবির পরিচালক ছিলেন আব্বাস মাস্তান। তবে তৃতীয় কিস্তিতে বদলে যাচ্ছে অনেক কিছু।
রেস-থ্রি পরিচালনা করতে যাচ্ছেন রেমো ডি সুজা। ২০১৮ সালের ঈদকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রেস থ্রি। টিপস ফিল্মস ও সালমান খান ফিল্মস এর ব্যানারে নির্মাণ করা হচ্ছে ছবিটি। সালমান খানের সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করবেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ প্রমুখ। অ্যাকশন-থ্রিলার প্যাকেজের এই ছবিতে নতুন লুকে দেখা যাবে সালমানকে।ছবিতে বেশ কিছু সৃজনশীল অভিনয়ও করছেন বজরঙ্গি ভাইজান।ডন –থ্রি ২০০৬ সালে প্রথম অমিতাভ বচ্চনের ‘ডন’ ছবির রিমেক করেছিলেন শাহরুখ খান। সেখানে জিনাত আমনের ‘রোমা’ চরিত্রটিতে অভিনয় করেছিলেন বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা।
শাহরুখের মুখে প্রিয়াঙ্কার নতুন নাম ‘জঙ্গলি বিল্লি’ তবে থেকেই ভাইরাল। ২০১১ সালে ডনের দ্বিতীয় কিস্তি বের হয়। এবারবের হচ্ছে ডন-থ্রি। ইতোমধ্যে ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মাণে মাঠে নেমেছে নির্মাতারা। বর্তমানে চলছে এর চিত্রনাট্যের কাজ। তবে ছবিতে শাহরুখ খানের বিপরীতে নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। ছবিটি প্রযোজনা করেছে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট। সাধারণত ডনফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলো তারাই প্রযোজনা করেন। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৮ সালের দিওয়ালিতে মুক্তি পাবে শাহরুখ অভিনীত ডন-থ্রি। আগের দুইপর্বের মতো ডন-থ্রিও ব্যাপক দর্শক টানবে, আশা করছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট।
ঠগস অফ হিন্দুস্থান
দঙ্গল ছবির পর এবার বলিউড মাতাতে আসছে আমির খানের ‘ঠগস অফ হিন্দুস্থান’। জীর্ন, নোংরা একটা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি। দেখে হঠাৎই মনে হল তাকে খানিকটা
যেন বলিউড স্টার আমির খানের মত দেখতে না? কিছু পরে ঠাহর হল আরে, এতো আমির খানই। হ্যাঁ ‘ঠগস অফহিন্দুস্থান’ ছবিতে এমন ভিন্ন রূপেই দর্শকদের সামনে হাজির হবেন আমির। আদিত্য চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠানযশ রাজের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ঠগস অফ হিন্দুস্থান’। ছবিটি পরিচালনা করবেন বিজয় কৃষ্ণ আচার্য। এর আগে এ নির্মাতা আমির-ক্যাটরিনাকে নিয়ে ‘ধুম থ্রি’ বানিয়েছিলেন। ২০১৮ সাল দিওয়ালি উপলক্ষে ছবিটি মুক্তি পাবে। ছবিটিতে আমিরের ‘দঙ্গল’ কন্যা ফাতিমা সানা শেখকেও দেখা যাবে। ২০০৮ সালের ১ জুন থেকে শুরু হবে ছবির শুটিং।
২০১৭ সালে আমিরের দঙ্গল আয় করেছে ৭০০ কোটি রুপির অধিক। ‘ঠগস অফ হিন্দুস্থান’ সেই রেকর্ড ভাঙবে এমনটা ভাবছেন ছবিটির কলাকুশলীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *