তিনি বলিউড সুপারস্টার। ভক্তরা তাঁকে ভালোবেসে ডাকে ‘সল্লু ভাই’ নামে। আর ভক্তরা এও জানেন তাঁদের প্রিয় অভিনেতার ফিটনেস নিয়ে সচেতনতা ঠিক কতটা।সালমানের খানের বয়স ৫৩ বছর হলে কী হবে, ফিটনেসের ব্যাপারে এখনও অনেক যুবককে তিনি হার মানাবেন। কেন হার মানাবেন তাঁর প্রমাণও সালমানের সম্প্রতি দিয়েছেন তার ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োতে।
ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রোজ জিমে কী ভাবে ওয়ার্ক আউট করেন সল্লুভাই। আর তাঁর ফিট থাকার রহস্য যে এই ওয়ার্ক আউটই, তা জানাতে ভোলেননি তিনি।
নিজের ওয়ার্ক আউটের সেই ভিডিয়ো তিনি পোস্ট করেছেন একদিন আগে। এই এক দিনেই প্রায় চার লক্ষ লোক দেখে ফেলেছেন সেটি। ৫৩ বছর বয়সেও এই পর্যায়ের অনুশীলন দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। তাঁরাও ফিটনেসের ব্যাপারে সলমনের প্রশংসায় পঞ্চমুখ।