তিন দিন পর খোঁজ মিলল ভারতীয় বায়ুসেনার নিখোঁজ যুদ্ধবিমান সুকোই ৩০-এর। আজ শুক্রবার সকালে অরুণাচল প্রদেশে চীনা সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডেই বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায় বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। তবে দুই পাইলটের এখনো সন্ধান পাওয়া যায়নি।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ২৩ মে সকাল ৯টা ৩০ মিনিটে আসামের তেজপুর বায়ুসেনা ঘাঁটি থেকে নিত্যদিনের মতো পরীক্ষামূলক উড়ানে বের হয় সুকোই-৩০ বিমানটি। কিন্তু বেলা ১১টা ৩০ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী বিমানটি অরুণাচল প্রদেশের চীন সীমান্তবর্তী ডৌলাসাং এলাকায় ছিল।