Monday, December 23, 2024
Home > বিনোদন > সানিয়ার ছেলেকে নিয়ে চিন্তিত বীণা! সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ

সানিয়ার ছেলেকে নিয়ে চিন্তিত বীণা! সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ

পাক ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করার সময় থেকেই ট্রোলিং সামলাচ্ছেন টেনিস তারকা সানিয়া মির্জা। সেই বিতর্ক যেন এখনও অব্যাহত। এ বার সানিয়াকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করলেন পাক অভিনেত্রী বীণা মালিক

সম্প্রতি পাক ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন সানিয়া। সে ছবি সোশ্যাল ওয়ালে ছড়িয়ে পড়তেই বীণা প্রশ্ন তোলেন সানিয়া-শোয়েবের ন’মাসের শিশুপুত্র ইজহানকে নিয়ে। সানিয়া যেখানে আড্ডা দিচ্ছিলেন, সেখানে ধূমপানের ব্যবস্থা ছিল। আর তা সানিয়ার সন্তানের জন্য ক্ষতিকর বলে তোপ দেগেছেন বীণা।

বীণা টুইট করেন, ‘সানিয়া, আমি আসলে তোমার সন্তানের জন্য চিন্তিত। তোমরা ওকে সীসা প্লেসে নিয়ে গিয়েছ! আমি যতদূর জানি ওখানে জাঙ্ক ফুড পাওয়া যায়। সেটাও ভাল নয়। তুমি একজন মা এবং খেলোয়াড়ও। তোমার তো এটা ভাল বোঝা উচিত।’

এর জবাবে সানিয়া লেখেন, অন্য যে কারও থেকে তিনি নিজের সন্তানের অনেক বেশি যত্ন নিতে জানেন। ‘বীণা, আমি ছেলেকে ওখানে নিয়ে যাইনি। আর আমি তো পাক ক্রিকেট টিমের ডায়েটিশিয়ান নই। এমনকি ওদের মা বা প্রিন্সিপাল বা টিচারও নই।’

এ যেন মায়ের থেকে মাসির দরদ বেশি! এমনটাই মনে করছেন সানিয়ার সমর্থকরা। কিন্তু এত সহজে বীণা ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি ফের লেখেন, ‘ডিয়ারেস্ট ভাবী, কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করে কোনও উচ্চতায় পৌঁছতে পারবেন না। ভালবাসা… বীণা মালিক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *