Monday, December 23, 2024
Home > ফিচার > সব রোগের মহৌষধ এই পাতা তুলসী

সব রোগের মহৌষধ এই পাতা তুলসী

রোগ ছাড়া নিজেকে চিন্তা করা অসম্ভব। তবে সেই রোগ ছোট বা বড় যেকোনোটাই হতে পারে। তাই রোগ থেকে মুক্তি পেতে সবাই চিকিৎসকের শরণাপন্ন হই।

নির্ভর করি নানা রকম রঙ-বেরঙের ওষুধের উপর। কিন্তু জানেন কি, ওষুধ ছাড়াও ভেষজ উপায়ে অনেক কঠিন রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। তুলসী পাতা কোনো রকম ওষুধের সাহায্য ছাড়াই রোগ নির্মূল করতে সক্ষম। চলুন তবে জেনে নেয়া যাক তুলসীর কয়েকটি ওষুধি গুণ সম্পর্কে-

কিডনির সমস্যা সমাধানে
কিডনিতে স্টোন হলে তুলসী পাতার রস প্রতিদিন এক গ্লাস করে খান, কয়েক মাসের মধ্যেই কিডনির পাথর গলে যাবে।

গলা ব্যথা নিরাময়ে
গলার খুসখুস বা ব্যথা সারাতে তুলসি পাতা খুব কাজে দেয়। এক্ষেত্রে সামান্য গরম পানিতে তুলসী পাতা একটু ফুটিয়ে নিয়ে সেই পানি পান করুন।

ব্রণর সমস্যা সমাধানে
ব্রণ হলে কোনো ওষুধ বা ক্রিম নয় তার থেকে বরং তুলসী পাতা বেটে ব্রণের জায়গায় লাগিয়ে দিন সহজেই উপকার পাবেন।

সর্দি কাশি নিরাময়ে
সাধারণত সর্দি কাশি হলে আমরা তুলসী পাতার সঙ্গে মধু মিশিয়ে চিবিয়ে খাই কিন্তু সাধারণ তুলসী পাতাতেও রয়েছে একই গুণ। সর্দিকাশির হাত থেকে রেহাই পেতে তুলসী পাতা শুধু চিবিয়ে রস গিলে নিন। দ্রুত উপকার মিলবে।

জ্বর সারাতে
ম্যালেরিয়া ডেঙ্গু ইত্যাদি জ্বর সারাতে তুলসি পাতা সেদ্ধ করে সেই পানি পান করলে দ্রুত নিরাময় সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *