Thursday, January 9, 2025
Home > আন্তর্জাতিক > নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্র সরকারকে ভারতের সুপ্রিমকোর্টের নোটিশ

নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্র সরকারকে ভারতের সুপ্রিমকোর্টের নোটিশ

নাগরিকত্ব আইন সম্পর্কে কেন্দ্র সরকারের কাছে বৈধতার ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। এছাড়াও নাগরিকত্ব আইন কার্যকর করার ক্ষেত্রে কোনো ধরণের স্থগিতাদেশ থাকবে না বলে জানিয়েছেন এই উচ্চ আদালত।

বুধবার পাঠানো এই নোটিশে বলা হয়েছে, কোনো ধরণের স্থগিতাদেশ না থাকলেও নাগরিকত্ব আইন সম্পর্কে সাধারণ মানুষকে বিস্তারিত জানাতে হবে। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি বিএস গাভাই এবং বিচারপতি সূর্য কান্ত নাগরিকত্ব আইন কার্যকর করার ক্ষেত্রে কোনো ধরণের স্থগিতাদেশ থাকছে না বলে জানিয়েছেন। খবর- কলকাতা টুয়েন্টি ফোর 

সম্প্রতি ভারতে পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইনের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে অনেকে। তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রকে নোটিশ দিয়েছে উচ্চ আদালত। আদালতে মোট ৫৯টি আবেদন জমা পড়েছে। আগামী বছরের ২২ জানুয়ারি এ মামলা সংক্রান্ত শুনানি হবে বলেও জানিয়েছে আদালত। 

চলতি মাসের ১২ তারিখে নাগরিকত্ব সংশোধনী বিলে সম্মতি দেন দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এরপরেই বিলটি আইনে পরিণত হয়। এরপর থেকেই দেশে বিক্ষোভের তীব্রতা বেড়েছে। উত্তর-পূর্বাঞ্চল থেকে শুরু করে দেশের একাধিক রাজ্যে বিক্ষোভের আঁচ ছড়িয়েছে। বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশটি। যার হিসেব প্রকাশ্যে আসতে শুরু করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *