শিশুটি বড় হয়ে ডান হাতি হবে নাকি বাঁ হাতি হবে তা নির্ভর করে মায়ের স্তন্যপান করানোর উপর। এমন তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের দীর্ঘদিনের গবেষণার পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তারা বলছেন, শিশু বড় হয়ে ডান হাতি হবে নাকি বাঁহাতি তা নির্ভর করে মা তাকে কীভাবে দুধ পান করাচ্ছেন তার ওপর।
প্রায় ৬০,০০০ মা ও শিশুকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণের পর গবেষকরা জানিয়েছেন, যেসব শিশুকে তার মায়েরা অন্তত ৬ থেকে ৯ মাস স্তন্যপান করিয়েছেন তাদের বেশিরভাগই ডান হাতি। আর যেসব শিশুকে বোতল থেকে দুধ খাওয়ানো হয়েছে, তাদের বেশিরভাগই পরে বাঁহাতি হয়েছে।
এ বিষয়ে মার্কিন গবেষক দলের প্রধান ফিলিপ হুজল বলেন, স্তন্যপানের অভ্যাস শিশুর মস্তিষ্কের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ায়। শিশুদের অন্তত ৬ থেকে ৯ মাস পর্যন্ত স্তন্যপান করানো হলে তার দুটি হাতের সক্ষমতা বেশি হয়। তাছাড়া মস্তিষ্কের চিনে নিতেও সুবিধা হয়।
তবে জিনগত প্রভাব, শিশুকে স্তন্যপান করানোর সময় মায়েদের শারীরিক ভঙ্গির উপর নির্ভরশীল।