Monday, December 23, 2024
Home > ফিচার > করোনায় কোয়ারেন্টাইনে অভিনেতা দিলীপ কুমার

করোনায় কোয়ারেন্টাইনে অভিনেতা দিলীপ কুমার

ভারতের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার কোয়ারেন্টাইনে অবস্থান নিয়েছেন। এই তথ্য জানিয়েছেন তিনি নিজেই। সম্প্রতি টুইটে দিলীপ লিখেছেন, করোনাভাইরাসের হাত থেকে নিরাপদে থাকতে তিনি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন।

ভারতের বর্ষীয়ান এই অভিনেতার কিছু দিন আগেই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় এসে তিনি বলেন, আমার স্ত্রী সায়রা আমার ক্ষেত্রে কোনো রিস্ক নিতে চায় না। সেই কারণেই আমার অসুস্থতার কথা মাথায় রেখে আমি কোয়ারেন্টাইনে রয়েছি।

করোনাভাইরাসে অভিনেতা শুধু নিজের সাবধানতার কথাই জানাননি, তিনি সকলকে সাবধানে থাকার জন্য অকারণ প্যানিক না করার জন্য আর্জি জানান।

দিলীপ কুমার বলেন, আপনার খুব দরকার না হলে বাড়ি থেকে বের হবেন না।

প্রসঙ্গত, ক্যারিয়ারে ‘দেবদাস’, ‘গঙ্গাযমুনা’, ‘ক্রান্তি’ থেকে ‘মোগল-ই-আজম’-এর মতো ছবিতে অভিনয় করে ভারতীয় চলচ্চিত্রে নিজের জায়গা করে নিয়েছেন দিলীপ কুমার।

এদিকে ১৯৯৪ সালে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হন দিলীপ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *