মুখের দুর্গন্ধ জাদুর মতোই দূর হবে ঘরোয়া দুই উপায়ে। যা বেশ সহজলভ্যও। এক্ষেত্রে রান্না ঘরে থাকা দুটি উপাদানই যথেষ্ট। চলুন তবে জেনে নেয়া যাক মুখের দুর্গন্ধ দূর করার উপায় দুটি সম্পর্কে।
> যাদের মুখে গন্ধের সমস্যা আছে কিংবা দাঁতে ব্যথা হয়, তারা নিয়মিত লবঙ্গ খেতে পারেন। লবঙ্গ মুখের দুর্গন্ধ দূর করতে বেশ কার্যকরী। তাছাড়া এটি ব্যথাও নির্মূল করে। তাই সমস্যা সমাধানে মুখে একটি লবঙ্গ রাখা যেতেই পারে।
> হালকা কুসুম গরম পানির সঙ্গে লবণ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ দিয়ে কয়েকবার কুলকুচি করুন। দেখবেন মুহূর্তেই মুখের বাজে গন্ধ থেকে মুক্তি পেয়ে যাবেন।
এছাড়াও প্রতিদিন সকাল ও রাতে নিয়ম মেনে দাঁত ব্রাশ করতে ভুলবেন না। বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে বিরত থাকুন। যতটা সম্ভব মিষ্টি জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলুন। এতেই সুস্থ থাকবেন আপনি এবং আপনার দাঁত।