লাল ১০০০ টাকার নোট বাতিল নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল ১০০০ টাকার নোট বাতিলের যে খবর প্রচার হচ্ছে তা সম্পূর্ণ ‘গুজব’, ‘ভুয়া’ এবং ‘মিথ্যা’ বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের মহাব্যবস্থাপক জী এম আবুল কালাম আজাদ বলেন, লাল ১০০০ নোট বাতিলের বিষয়টি সত্য নয়। এটি একটি ‘গুজব’। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক।