Monday, December 23, 2024
Home > ফিচার > ভুঁড়ি, হয়ে গেল ‘সিক্স প্যাক’ অসাধ্যসাধন

ভুঁড়ি, হয়ে গেল ‘সিক্স প্যাক’ অসাধ্যসাধন

যেন বাস্তবেই ‘ছিল রুমাল হয়ে গেল বিড়াল’-এর মতো ঘটনা। ছিল ভুঁড়ি, হয়ে গেল ‘সিক্স প্যাক অ্যাবস’। কিন্তু কী করে মাত্র দু’দিনে সম্ভব হলে এমন ভোলবদল? ইংল্যান্ডের এক যুবকের কাণ্ড দেখে তাজ্জব অনেকে আসলে দীর্ঘদিন ধরে শরীরচর্চা করেও পছন্দসই পেটের পেশি গঠন করতে না পেরে, শেষমেশ পেটে সিক্স প্যাক অ্যাবসের ট্যাটু করিয়ে নিয়েছেন ব্রিটেনের এক যুবক। যিনি ট্যটুটি এঁকেছেন, সেই ট্যাটুশিল্পী ডিন গান্থার ট্যাটুর ছবি নেটমাধ্যমে প্রকাশ করতেই ভাইরাল হয়ে গিয়েছে বিষয়টি। টিকটকে ওই যুবকের ছবি প্রকাশ করে ডিন লিখেছেন, ওই যুবক বহু বছর চেষ্টা করেও সিক্স প্যাক তৈরি করতে পারেননি। তাই তিনি মাত্র দু’দিনেই গড়ে দিলেন তাঁর সাধের সেই সিক্স প্যাক ট্যাটু!

ট্যটুটি দেখে নেটাগরিকদের অনেকেই প্রথমে বিশ্বাস করতে পারেননি যে, এটি আসল অ্যাবস নয়। তাই শেষ পর্যন্ত ডিনকে একটি ভিডিয়ো প্রকাশ করে দেখাতে হয়, তিনি কেমন করে এঁকেছেন ট্যাটুটি। প্রখ্যাত ক্রীড়াবিদ এডি হলের অ্যাবসের আদলে ওই ট্যাটু এঁকেছেন ডিন। ইতিমধ্যেই পোস্টটি দেখেছেন ৮ লক্ষেরও বেশি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *