আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন। ২ উইকেট নিয়ে কিউইদের রানের রাশ টেনে দিয়েছেন। ২৭১ রানের লক্ষ্যে টপ অর্ডার ম্যাচটা শেষ করে দেওয়ায় ব্যাটিংয়ের সুযোগ পাননি নাসির হোসেন। তবে দেশে ফিরে সেই জ্বালাটাই জুড়িয়েছেন তিনি। করেছেন ক্যারিয়ার–সেরা ১৩৪ রান। অধিনায়কের ব্যাটে চড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্স করেছে ৫ উইকেটে ৩৫০ রান।
ফতুল্লায় নাসিরের ইনিংসটি আরও বড় হতে পারত, তবে আহত-অবসর হয়ে মাঠ ছাড়ায় তা আর হয়নি। তাঁর ১৩৪ রানের ইনিংসটি ছিল মাত্র ১১৩ বলের। ৭টি চারের পাশাপাশি মেরেছেন ৬টি ছক্কা। নাসিরের ১৩৪ রানের পাশাপাশি গুরকিরাত সিংয়ের ৭৪ (৬০ বল) আর মুমিনুল হকের ৬৬ রানেই (৬১ বল) ৩৫০ রানের পাহাড় গড়েছে গাজী ক্রিকেটার্স।