অ্যামেরিকার নিউইয়র্ক শহরের ব্যস্ততম বাস টার্মিনালে ‘সন্ত্রাসী আক্রমণের চেষ্টা’র অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। আটক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী ‘বাংলাদেশী অভিবাসী’ বলে উল্লেখ করেছে।
সন্দেহভাজন ঐ হামলাকারীর নাম আকায়েদ উল্লাহ। বয়স ২৭ বছর। ২০১১ সালে তিনি যুক্তরাষ্ট্রে যান।
বাংলাদেশের পুলিশ প্রধান এ কে এম শহীদুল হককে উদ্ধৃত করে রয়টার্স বলছে, আকায়েদ উল্লাহর বাড়ি চট্টগ্রামে এবং তিনি একজন মার্কিন নাগরিক।
এ বছর সেপ্টেম্বরের আট তারিখে তিনি সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন। তার বিরুদ্ধে কোন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য নেই পুলিশের কাছে।
হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডারস জানিয়েছেন, উল্লাহ এফ৪৩ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। এর মানে হলো এফ৪১ ভিসায় দেশটিতে যাওয়া কারো সন্তান তিনি।
অন্তত ২১ বছর ধরে যুক্তরাষ্ট্রের নাগরিক, এমন নাগরিকদের ভাই বা বোনদের এফ৪১ ভিসা প্রদান করা হয়। তাৎক্ষনিকভাবে আকায়েদ উল্লাহর মোটিভ সম্পর্কে কর্তৃপক্ষ গণমাধ্যমকে কিছু জানায়নি।
তবে, নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও নেইল জানিয়েছেন, উল্লাহ পুলিশের কাছে ইতিমধ্যেই স্বীকারোক্তি দিয়েছে, যা এখনি প্রকাশ করবে না কর্তৃপক্ষ।
হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডারস জানিয়েছেন, উল্লাহ এফ৪৩ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। এর মানে হলো এফ৪১ ভিসায় দেশটিতে যাওয়া কারো সন্তান তিনি। অন্তত ২১ বছর ধরে যুক্তরাষ্ট্রের নাগরিক, এমন নাগরিকদের ভাই বা বোনদের এফ৪১ ভিসা প্রদান করা হয়।
তাৎক্ষনিকভাবে আকায়েদ উল্লাহর মোটিভ সম্পর্কে কর্তৃপক্ষ গণমাধ্যমকে কিছু জানায়নি। তবে, নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও নেইল জানিয়েছেন, উল্লাহ পুলিশের কাছে ইতিমধ্যেই স্বীকারোক্তি দিয়েছে, যা এখনি প্রকাশ করবে না কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রে গিয়ে শুরুতে ট্যাক্সি ক্যাব চালাতেন তিনি। পরে একটি ইলেকট্রিক কোম্পানিতে চাকরি পান।
নিউ ইয়র্কের বাংলাদেশের কনস্যল জেনারেল শামীম আহসান জানিয়েছেন, ব্রুকলিনে মা, বোন এবং দুই ভাই এর সঙ্গে থাকতেন উল্লাহ। তিনি দেশটির গ্রীনকার্ডধারী।
ম্যানহাটনের এই হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস হামলাকারীর বিচার চেয়ে বিবৃতি দিয়েছে।