Monday, December 23, 2024
Home > আন্তর্জাতিক > অরুন জেটলির ঢাকা সফর স্থগিত

অরুন জেটলির ঢাকা সফর স্থগিত

ভারতের অর্থমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির ঢাকা সফর স্থগিত করা হয়েছে।

এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ কথা জানিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে অরুণ জেটলির ২ থেকে ৪ জুলাই ঢাকা সফরের কথা ছিল।  সফরে দুই অর্থমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অরুণ জেটলির সৌজন্য সাক্ষাতের কথা ছিল ৩ জুলাই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, অরুণ জেটলি কেন আসছেন না এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনও ব্যাখ্যা দেয়া হয়নি।

জানা গেছে, চলতি বছরের শুরু থেকেই জেটলির সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে দু’দফা তার ঢাকা সফরের তারিখ প্রস্তব করা হয়েছিল। কিন্তু উভয়ের সুবিধাজনক না হওয়ায় সেই সময়ে সফরটি বাস্তবায়িত হয়নি। এবার উভয়ের সুবিধাজনক তারিখই প্রস্তাব করা হয়। সেটিও পিছিয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *