ভারতের অর্থমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির ঢাকা সফর স্থগিত করা হয়েছে।
এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ কথা জানিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে অরুণ জেটলির ২ থেকে ৪ জুলাই ঢাকা সফরের কথা ছিল। সফরে দুই অর্থমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অরুণ জেটলির সৌজন্য সাক্ষাতের কথা ছিল ৩ জুলাই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, অরুণ জেটলি কেন আসছেন না এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনও ব্যাখ্যা দেয়া হয়নি।
জানা গেছে, চলতি বছরের শুরু থেকেই জেটলির সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে দু’দফা তার ঢাকা সফরের তারিখ প্রস্তব করা হয়েছিল। কিন্তু উভয়ের সুবিধাজনক না হওয়ায় সেই সময়ে সফরটি বাস্তবায়িত হয়নি। এবার উভয়ের সুবিধাজনক তারিখই প্রস্তাব করা হয়। সেটিও পিছিয়ে গেল।