ইয়েমেনের সাথে সৌদির বৈরিতা অনেকদিনের। তাছাড়া মধ্যপ্রাচ্যের এই বৈরিতা যুদ্ধে পরিণত হয়েছে। কিছুদিন পরপরই ইয়েমেনে সৌদি সেনারা আক্রমন করছে।
এরই ধারাবাহিকতায় ইয়েমেনে এক বিয়ের অনুষ্ঠানে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। যাদের অধিকাংশই নারী ও শিশু। দেশটির উত্তরাঞ্চলে নিহতদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি করেছে। খবর গার্ডিয়ান।
ইয়েমেনের স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, এটি এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো সাধারণ নাগরিকদের ওপর বিমান হামলা।
সংবাদ সংস্থা এপিকে স্বাস্থ্য কর্মকর্তা খালেদ আল নাধরি জানাচ্ছেন, বনি কায়েস জেলার এক বিয়ের অনুষ্ঠানে জড়ো হওয়া মানুষদের ওপর এ হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু। তিনি জানান, এ হামলায় বিয়ের কনেও নিহত হয়েছে।