Monday, December 23, 2024
Home > বিনোদন > গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

অভিনেতা মিঠুন চক্রবর্তী। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এর আগে, বেশ কিছুদিন ধরে পিঠের যন্ত্রণায় ভুগছিলেন।

এদিকে বর্তমানে দিল্লির একটি হাসপাতালে তিনি ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে এবার চিকৎসায় বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে। এই কারণে বেশ কিছুদিন ধরেই মিঠুন চলচ্চিত্র থেকে দূরে সরে রয়েছেন।

ছোট পর্দায়ও তাকে সেভাবে দেখা যাচ্ছিল না। রাজনীতির জগত থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সবার অলক্ষ্যে একান্তে সময় কাটাচ্ছিলেন। বলিউডের একসময়ের ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তীর জন্যে পাগল ছিল কিশোরী থেকে বৃদ্ধা সকলেই। তার সঙ্গে নাম জড়িয়েছিল প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর।

একটা সময় একের পর এক সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে যোগিতা বালিকে বিয়ে করার পর অনেকটাই পরিবর্তন করেন নিজেকে। তার দুই ছেলে, দত্তক নিয়েছেন একটি মেয়েকেও।

শেষ মিঠুনকে দেখা গেছে জনপ্রিয় ড্যান্স রিয়েলিটি শো ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’-এর বিচারক হিসেবে। কিন্তু শারীরিক অবস্থার কারণে ওই শো থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *