ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন এরই মধ্যে চুক্তি সেড়ে ফেলেছে ইতালির কিংবদন্তী গোলরক্ষক জিয়ানুলুইজি বুফনের সাথে। আর চুক্তির পরই জানালেন, যদি রোনালদো জুভেন্টাসে যোগ দেয় তবে অবাক হবেন না তিনি।
জুভেন্টাসে নিজের চুক্তি শেষ করার পর প্যারিস সেন্ট জার্মেইনে ফ্রি ট্রান্সফার ফিতে যোগ দেন বুফন। রোনালদোর কারণেই জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জয়ের সুবাস পাওয়া হয়নি অল্পের জন্য। স্কাই স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে বুফন জানান, রোনালদো জুভেন্টাসে যোগ দিলে অবাক হব না।
এটা আমাকে অনেক আনন্দ দেবে যদি সে সত্যিই যোগ দেয়। কারণ, জুভেন্টাসের এমন একজন প্রয়োজন যে তাদের বড় রকমের আনন্দ এনে দিতে পারবে।
রোনালদোর কাছেই দুইবার চ্যাম্পিয়ন্স ট্রফি হারিয়েছেন বুফন। এব্যাপারে তিনি বলেন, এটা আমাকে দুঃখ দেয় না। সে ফাইনালে জোড়া গোল করেছিল আগেরবার। আর এবারে সেমিফাইনালে তার অসাধারণ গোলের কাছে আমরা হেরেছি।
তিনি যোগ করেন, সে যদি জুভেন্টাসে যায় তবে তা ইতালিয়ান ফুটবলের জন্য অনেক বড় একটি বিজ্ঞাপন হবে।