পাকিস্তানে জন্ম নেয়া বাংলাদেশি ও আফগান বংশোদ্ভুতদের নাগরিকত্ব দেয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া তাদের জাতীয় পরিচয় পত্র এবং পাসপোর্টও দেয়া হবে।
করাচি সফরে গিয়ে রোববার এ ঘোষণা দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এ নেতা। সরকারের দায়িত্ব নেয়ার পর এটাই ইমরান খানের প্রথম করাচি সফর।
ইমরান খান বলেন, করাচিতে কয়েক লাখ অনিবন্ধিত বাংলাদেশি ও আফগান নাগরিক বসবাস করছে। কোনো সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এ শহরটিতে নেই। এসব বাংলাদেশি ও আফগানরা জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট পায়নি। এ কারণে তারা চাকরির সুবিধা থেকেও বঞ্চিত হয়।
ইমরান বলেন, এ বেকারত্বের কারণে সেখানে ব্যাপকভাবে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। সিন্ধু মেট্রোপলিটনের রাস্তায় ব্যাপকহারে অপরাধ বেড়ে যাওয়ায় পাক প্রধানমন্ত্রী ঐসব নাগরিকদের নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।