Monday, December 23, 2024
Home > আন্তর্জাতিক > ইরানের পরমাণু সমঝোতায় বিশ্বের স্বার্থ জড়িত: চীন

ইরানের পরমাণু সমঝোতায় বিশ্বের স্বার্থ জড়িত: চীন

ইরানের পরমাণু সমঝোতার সঙ্গে সমগ্র বিশ্বের স্বার্থ জড়িত রয়েছে বলে জানিয়েছে চীন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা ছিল সারা বিশ্বের সবার জন্যই কল্যাণকর ও লাভজনক চুক্তি। এ সমঝোতাকে অবশ্যই রক্ষা করতে হবে।

গতকাল (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে বক্তৃতা করতে গিয়ে ওয়াং ই একথা বলেছেন।

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে গেলেও তার দেশ এখনো পরমাণু সমঝোতাকে সমর্থন করছে। তিনি সুস্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতাকে তখনকার শক্তিশালী নিরাপত্তা পরিষদও অনুমোদন দিয়েছিল।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবার স্বার্থ রয়েছে বলেই চীনের পাশাপাশি রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ বিশ্বের বেশিরভাগ দেশ পমাণু সমঝোতাকে সমর্থন করছে। চীনের মতো রাশিয়াও পরমাণু সমঝোতা মেনে চলার ঘোষণা দিয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় ঘোষণা করেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে তার দেশ।

শুধু তাই নয়, ইউরোপের বেশিরভাগ দেশ এ সমঝোতা মেনে চলার পক্ষে শক্তভাবে অবস্থান নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *