দীপবীরের বিয়ের রেশ কাটতে না কাটতেই ফের বিয়ের সানাই বলিউডে। এবার পাত্র-পাত্রী নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া। যোধপুরের উমেদ ভবনে বসবে এই বিয়ের আসর। ইতোমধ্যেই প্রিয়াঙ্কা এবং নিক পৌঁছে গিয়েছেন সেখানে।
এদিকে, শুক্রবার প্রিয়াঙ্কা-নিকের মেহেন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে। এছাড়া অতিথিদের জন্য ককটেল পার্টিরও ব্যবস্থা করেছেন তারা। আগামী ২ ডিসেম্বর গাঁটছড়া বাঁধবেন এই জুটি।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ের সঙ্গে নাকি প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের অনুষ্ঠানের একটি মিল রয়েছে। ২০০৭-এ ঐশ্বরিয়াকে বিয়ের আগে মেহেন্দি পরিয়েছিলেন রীতেশ আগরওয়াল। আর প্রিয়ঙ্কাও নাকি রীতেশের কাছেই মেহেন্দি পরবেন। তার মেহেন্দির অনুষ্ঠানের জন্য সাড়ে পাঁচ কেজি মেহেন্দি নিয়ে যাওয়া হয়েছে।
বিয়ের আগেই প্রিয়ঙ্কার মুম্বইয়ের বাংলোতে ‘রোকা’ অনুষ্ঠান হয়েছে। যোধপুরে বিয়ে পর দিল্লি এবং মুম্বইতে আত্মীয়-বন্ধুদের জন্য নাকি দু’টো আলাদা পার্টির ব্যবস্থা করবেন প্রিয়াঙ্কা-নিক।