Monday, December 23, 2024
Home > ফেনীর খবর > রক্ষনাবেক্ষনের অভাবে চাঁদগাজী ভুইয়া মসজিতের অনেক জায়গায় ইট খসে পড়ছে

রক্ষনাবেক্ষনের অভাবে চাঁদগাজী ভুইয়া মসজিতের অনেক জায়গায় ইট খসে পড়ছে

চাঁদ খাঁ মসজিদ নামে পরিচিত চাঁদগাজী মসজিদটি ফেনী জেলার একটি প্রাচীন মসজিদ যেটি হিজরি ১১১২ সালে নির্মাণ করা হয়। মসজিদের সামনের দরজায় রক্ষিত শিলালিপি থেকে জানা যায় জনৈক চাঁদ গাজী ভুইয়া নামক এক ব্যাক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এই মসজিদের তিনটি গম্বুজই এক সারিতে অবস্থিত যেগুলোর মধ্যে মাঝখানের গম্বুজটির আকার অন্যান্য গম্বুজগুলোর তুলনায় বড়। চাঁদ গাজী ভুইয়া মসজিদের গম্বুজগুলোর উপরে পাতা এবং কলসের নয়নাভিরাম নকশা রয়েছে যা মসজিদের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।

গম্বুজগুলো ব্যতিত এই মসজিদের দেয়ালের উপর সমান্তরালভাবে ১২ টি মিনার রয়েছে যেগুলোর স্থাপত্যশৈলী একই ধরনের। মিনারগুলোর মধ্যে চারটি চার কোণায় অবস্থিত এবং বাকি ৮টি মিনার দেয়ালের উপর অবস্থিত। চাঁদ গাজী ভুইয়া মসজিদের পূর্ব দিকের দেয়ালে এবং সামনের দরজার উপরে টেরাকোটার নকশা রয়েছে।

  রক্ষনাবেক্ষনের অভাবে মসজিতের অনেক জায়গায় ইট খসে পড়ছে । কারু কার্যময় অনেক নিদর্শন ধ্বংশ হয়ে যাচ্ছে কিন্তু সংস্কার করার কেউ নেই । ছাগলনাইয়ার জনগন চায় মসজিদ টিকে সরকারী পৃষ্ঠোপোশকতায় সংরক্ষন করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *