ফেনীতে অবৈধভাবে পাচারকালে ১০ লক্ষ টাকার চোরাই কাঠ জব্দ করেছে বন বিভাগ।শনিবার ভোরে ফেনীর মহিপাল এলাকা থেকে একটি ট্রাক থেকে এসব কাঠ জব্দ করা হয়। ফেনী বন বিভাগ সূত্র জানায়,সকালে গোপান সংবাদের ভিত্তিতে ফেনী বন বিভাগের কর্মকর্তারা জানতে পারে একটি চক্র অবৈধভাবে সেগুন,গামারি,চিরাই কাঠ পাচার করছে।পরে সেখানে গিয়ে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ৩০০ ঘণফুট কাঁঠ জব্দ করে।অভিযানে অংশ নেন বনবিভাগের ওসি আবু তারেক খন্দকার,জেলা বন কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক।