০১৭ সালে রেকর্ড পরিমাণ ২২২ মিলিয়ন ইউরোয় বার্সেলোনা থেকে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। সে সময় ওই দলবদলে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারে পরিণত হয়েছিলেন তিনি।
এত দাম দিয়ে নেইমারকে নিয়ে মোটেও স্বস্তিতে নেই প্যারিসের ঐতিহ্যবাহী এই ক্লাবটি। এর কারণটাও ভিন্ন। দলবদলের এই সময়ে বাজারে নেইমারকে ঘিরে রয়েছে নানা গুঞ্জন।
রাশিয়া ফুটবল বিশ্বকাপের আগে সেই গুঞ্জন আবার চরমে উঠেছিল। ইউরোপের গণমাধ্যমগুলো সেসময় জানিয়েছিল, রিয়াল মাদ্রিদে যাচ্ছেন নেইমার। কথাবার্তা নাকি সব পাকাপাকি হয়ে গেছে। বিশ্বকাপের পরপরই আনুষ্ঠানকিতা সারা হবে।
বিশ্বকাপ শেষে ধীরে ধীরে নেইমারের রিয়ালের যাওয়ার গুঞ্জন চাপা পড়ে গেল। কিন্তু জানুয়ারির দল বদলের উইন্ডো কাছাকাছি আসতেই আবার গুঞ্জন। পিএসজি ছাড়েছন নেইমার। এবার অবশ্য ভিন্ন ক্লাব—বার্সেলোনা।
নেইমার নাকি নিজের সাবেক সতীর্থদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে মুখিয়ে আছেন। বার্সাও নিজেদের ‘ঘরের ছেলেকে’ফেরাতে নাকি মুখিয়ে আছে। এই নিয়ে বিস্তর লেখালেখিও হল ইউরোপের গণমাধ্যমগুলোতে।
দল বদলের গুঞ্জন যার নিত্য সঙ্গী তাকে নিয়ে কি আর নিরবতা চলে? সম্প্রতি ব্রাজিলের ‘গ্লোবো টিভি’তে একটি সাক্ষাৎকার দিয়েছেন নেইমার। সেখানে তিনি জানিয়েছেন, প্যারিসে সুখেই আছেন তিনি।
কথা উঠেছে রিয়াল মাদ্রিদ নিয়েও। সব মিলিয়ে নেইমার বলেছেন, ‘আমি প্যারিসে ভালোই আছি। কিন্তু ভবিষ্যতের কথা কেউ জানে না, রিয়াল বিখ্যাত ক্লাব। বিশ্বের মধ্যে অন্যতম সেরা। তাদের জন্য সব সময় আমার সম্মান আছে। কিন্তু এখন আমি প্যারিসেই থাকছি।’
নেইমার আরো বলেন, ‘ফুটবলারের জীবন গতিময়। সব সময় অনিশ্চিত কিছু ঘটে যায়। কেউ জানে না আগামীকাল কী ঘটবে। কিন্তু এখন আমার চোখ শুধুই পিএসজিতে।’
নেইমারের এই রহস্যপূর্ণ কথায় অনেকে খুঁজে পাচ্ছেন রিয়ালের সাথে নেইমারের যোগযোগ! মাদ্রিদের ক্লাবটিতে হয়তো যেতে চাইছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।
এই আশঙ্কা কতটা সত্যি তা ভবিষ্যতই বলে দেবে। বর্তমানে চোটের কারনে নেইমার মাঠের বাইরে। চিকিৎসার জন্য এখন ব্রাজিলে অবস্থান করছেন নেইমার।