বালুখেকো চক্রের কবলে পড়েছে ফেনী নদী। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর বুকে বিলীন হচ্ছে হাজার একর জমি। বালু উঠানোর নামে চলছে নদীপাড়ের বিভিন্ন গ্রামের হাজার একর জমি দখল। হুমকির মুখে নদী সংলগ্ন ছাগলনাইয়া উপজেলার দুই ইউনিয়নের গ্রাম গুলি। প্রকৃতি ধ্বংসের উন্মাদনায় মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালী মহল।
প্রভাবশালীরা নদীতে উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটর বসিয়ে সীমান্ত নদীর অজুহাতে ত্রিপুরায় অবৈধভাবে পানি তুলে নেয়া,অবৈধ বালু উত্তোলনে জেলার সীমান্তবর্তী ফেনী নদীতে সৃষ্টি হয়েছে ব্যাপক ভাঙ্গন। এতে বিলীন হচ্ছে বিভিন্ন গ্রাম ও প্রতিষ্ঠান। নদীর তলদেশে শক্তিশালী ড্রেজার বসিয়ে ও কাটার মেশিন ব্যবহার করে দেদারসে উত্তোলন করা হচ্ছে বালু। এতে মাইলের পর মাইল জনবসতি, স্কুল, মাদরাসা, মসজিদ ও প্রতিষ্ঠান বিলীন হচ্ছে নদীগর্ভে। ভাঙ্গনের মুখে পড়েছে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ও ঘোপাল ইউনিয়ন।